মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন সমাদ্দার এলাকায় তার বাবা গোলাম ফারুকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এর আগে বিকেল ৪টার দিকে সদর থানায় আসেন নিহত ফাহিমের বাবা ও মা। এসময় ফাহিমের পরিবারের কোনো সদস্যকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে দেয়নি পুলিশ। ফাহিমের মরদেহ কোথায় দাফন করা হবে এ বিষয়ে পরিবারের কাছ থেকে নির্ভরযোগ্য কোনো তথ্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে থাকা গোলাম ফয়জুল্লাহ ফাহিম (১৯) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এরপর দুপুরে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্কা ঘোষসহ তিন সদস্যের বিশেষ টিম ময়নাতদন্ত সম্পন্ন করেন।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৬/হিমেল-১৯