টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাক চালক সফিকুল ইসলাম (৩৫) ও হেলপার রাসেল (৩০)। এদের বাড়ি বগুড়া সদর উপজেলায়।
গোড়াই হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) বাবুল শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি মুরগীর খাবার ভর্তি ট্রাক মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকায় বিকল হয়। এ সময় ট্রাকটির চালক ও হেলপার গাড়িটিকে মহাসড়কের পাশে থামিয়ে মেরামত করছিলেন। এক পর্যায়ে একই দিক থেকে আসা অপর একটি সিমেন্ট ভর্তি ট্রাক ওই ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিকল হওয়া ট্রাকটির চালক ও হেল্পার নিহত হন।
বিডি প্রতিদিন/ ১৯ জুন ২০১৬/হিমেল-০১