গাজীপুরের কালীগঞ্জে রবিউল ইসলাম (৩২) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ঘোনাপাড়া নামক স্থান থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
নিহত রবিউল ইসলাম উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আজিজুর রহমান জানান, শনিবার বিকেলে সুলতান নামে এক যুবক নরসিংদীর পলাশ উপজেলায় একটি ইজিবাইক বিক্রি করতে যান। এ সময় বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। আটক সুলতানকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি রবিউলকে হত্যার কথা স্বীকার করেন। সুলতানের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে লাশ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সুলতাল জানান, শুক্রবার রাত ৮টার দিকে তারা কালীগঞ্জ থানার সামনে থেকে পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া নেয়। রাত সাড়ে ১০টার দিকে ঘোনাপাড়া নামক স্থানে চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ১৯ জুন ২০১৬/হিমেল-০২