ছিনতাইকারীর সন্ধানে বেরিয়ে আর বাড়ি ফেরেনি চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার বাসিন্দা ওষুধ কোম্পানীর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। গত বুধবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমানের স্ত্রী কোহিনুর বেগম চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কোহিনুর বেগম জানান, তার স্বামী রিফাইন হোমিওপ্যাথি নামের একটি ওষুধ কোম্পানীর প্রতিনিধি হিসেবে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলায় কাজ করতেন। গত মঙ্গলবার মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিল পাড়ার ভাড়া বাড়িতে ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
কোহিনুর বেগম আরো জানান, ছিনতাইকারীদের একজনকে পরিচিত মনে হয়েছে বলে জানান মোস্তাফিজুর। এ কারণে পরদিন সকালে ছিনতাইকারীর সন্ধানে বেরিয়ে যান মোস্তাফিজুর। এরপর থেকে আর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা বলেও জানান কোহিনুর।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, এখনও পর্যন্ত মোস্তাফিজুরের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে চুয়াডাঙ্গা ও আশপাশের জেলার থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৯ জুন ২০১৬/হিমেল-১৩