ঠাকুরগাঁওয়ে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ জেলা প্রশাসক সভা কক্ষে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর মনতোষ কুমার দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহম্মেদ, দুর্নীতি দমন কমিশন দিনাপুরের উপ-পরিচালক আব্দুল করিম, জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
বক্তারা এ সময় সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে গণসচেতনা ও সকল দুর্নীতি রোধে ঐক্য গড়ার আহবান জানান।
বিডি প্রতিদিন/ ১৯ জুন ২০১৬/হিমেল-১৫