রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫৮৫ গ্রাম হেরোইনসহ ইবনে কাজেম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার গোদাগাড়ী ডিগ্রি কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, হেরোইন কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনির একটি অপারেশন দল গোদাগাড়ী পৌরসভার জোতগোসাইদাস এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৮৫ গ্রাম হেরোইনসহ ইবনে কাজেমকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। হেরোইনসহ ইবনে কাজেমকে আটকের ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৯ জুন ২০১৬/হিমেল-১৬