ফরিদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অমিত হাসান নামে বাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২০ যাত্রী।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়ায় রক্ষা পায় বাসের নারী ও শিশুরা।
স্থানীয়রা জানান, সকালে সাকুরা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসটি অর্ধেক ডুবে গিয়ে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বাসের ভেতরে থাকা নারী ও শিশুদের দ্রুত উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের মধ্যে বেশীর ভাগই নারী ও শিশু। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৬/মাহবুব