নীলফামারীর সৈয়দপুরে সেমাই প্রস্তুতকারী চার প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বিকালে সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে লাচ্ছা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ, নিন্মমানের সামগ্রী দিয়ে সেমাই বানানোয় ওই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আশা বেকারির ৩০ হাজার, তাজা ফ্যাক্টরীরর ২০ হাজার, এএমএম ফ্যাক্টরীর ৫ হাজার, আকবর ফুড প্রডাক্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন। সে সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর গণেশ চন্দ্র রায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর অহিদুল হক ও পৌর ইন্সপেক্টর আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন জানান, ঈদকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সরকারী অনুমোদন ছাড়াই যত্রতত্র সেমাই উৎপাদন করছেন। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২১ জুন ২০১৬/হিমেল-২৪