লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন বাবা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন ফুটবল খেলা নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে একই গ্রামের বশির উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম(২৩) তার খেলার সঙ্গী আতিকুল ইসলামকে(২১) ধরে নিয়ে বাড়িতে আটকে রেখে বেধড়ক পেটাতে থাকে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ছেলেকে উদ্ধার করতে যায় বাবা সামছুল আলম(৫১)। বশিরের বাড়িতে ছেলেকে আনতে যাওয়ার সাথে সাথেই সামছুলের উপর আক্রমন করে রফিকুল। এক পর্যায়ে রফিকুলের লাথিতে ঘটনাস্থলেই প্রান হারায় সামছুল। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তপূর্ব আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ