দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়ায় ইজিবাইক থেকে পড়ে সুবল বেশরা (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবল বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়হাট বৈরাগী বাজার গ্রামের বাসিন্দা।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, রাতে সুবল বীরগঞ্জ পৌরশহর থেকে ইজিবাইকে করে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈরাগী বাজার এলাকায় ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৬/মাহবুব