গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের একদিন পর লামিয়া খানম (৭) নামে এক কন্যা শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বামনডাঙ্গা গ্রামের একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
নিহত লামিয়া বামনডাঙ্গা গ্রামের কেরামত খালাসীর মেয়ে এবং বামনডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
ওসি আজিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। সকালে স্থানীয়রা বাড়ির কাছে একটি পাট ক্ষেতের মধ্যে লামিয়ার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৬/মাহবুব