নাটোরের লালপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে (৫০) কুপিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বরমহাটি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, মঙ্গলবার রাতে বাবুল আক্তার বরমহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বরমহাটি উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
(ওসি) আরও জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/২২ জুন ২০১৬/হিমেল-০৭