‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ স্লোগান নিয়ে আজ চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১০টায় এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাজ্জাক।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৬/শরীফ