চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর দোয়েল ইটভাটার পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় পুলিশ লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরনে জিন্স প্যান্ট ও গায়ে ধুসর রঙের গেঞ্জি আছে। নিহত যুবকের বয়স অনুমান ৪২ বছর।
দুর্বৃত্তরা অজ্ঞাত যুবককে হত্যা করে পুকুরে লাশ ফেলে গেছে বলে এলাকাবাসীর ধারণা।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আব্দুল মালেক জানান, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন