কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ ফারুক হোসেন (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ফারুক উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের আবুল কালামের পুত্র।
আমানগন্ডা সীমান্তফাঁড়ির নায়েক সুবেদার আলমগীর হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আমানগন্ডা এলাকায় অভিযান চালিয়ে বস্তাভর্তি ২০ কেজি গাঁজাসহ ফারুককে আটক করা হয়’।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন