পটুয়াখালীর কলাপাড়ায় চোলাই মদসহ ওবায়দুল হাওলাদার (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াতলী ষ্টেশন থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিন বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার এস. আই মো.শহিদুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত শহীদুলকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন