নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার গত পাঁচদিন পরও দখলদারদেরকে সরাতে পারেনি পুলিশ। এমনকি বাড়িটির মালিক হাতিয়া নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন সন্ত্রাসীদের ভয়ে এলাকায় যেতে পারছেন না।
ইউপি চেয়ারম্যান মেহরাজ উদ্দিনের অভিযোগ, গত ১ আগস্ট রাতে মেহরাজ তার হাতিয়া উপজেলা সদর ওছখালির বাড়িতে বোন ও ভাগ্নি-ভাগিনাদের রেখে চিকিৎসার জন্যে ঢাকায় যান। ওইদিন রাতে স্থানীয় অলি, জুয়েল ও মামুনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে মূল্যবান বিভিন্ন সামগ্রী লুটপাট ও তছনছ করে। তারা মেহরাজের ছোট বোন সারা বেগম (৪৫), ভাগ্নি কুলসুমা (২৩), ভাগিনা রাকিব (৩০) ও করিমকে (২৭) পিটিয়ে আহত করে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তারা ঘরের বাকি কক্ষগুলো দখলে নেয়। এরপর থেকে বহিরাগত সন্ত্রাসীদের রেখে যাওয়া লোকজন সেখানে অবস্থান করছে।
মেহরাজ উদ্দিন আরও অভিযোগ করেন, তার বাড়িতে হামলার সময় রাতেই তিনি থানা পুলিশকে মুঠোফোনে বিষয়টি জানালেও তারা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেনি, এমনকি অদ্যবধি বহিরাগতদের বাড়ি থেকে সরাতে পারেনি।
এ ব্যপারে যোগাযোগ করা হলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, অভিযুক্ত অলি এক সময় মেহরাজ চেয়াম্যানের মেয়ে জামাই ছিলেন। এখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও অলির দাবি, মেহরাজের মেয়ের নামে বাড়িটি তাকে লিখে দেয়া হয়েছিল। এখন ওই বাড়িতে দুই পক্ষই অবস্থান করছে। বাড়ির মালিকানার বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব