বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. নান্টু ও মো. রিপন।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার বলেন, বিএম কলেজ এলাকার শংকর মঠ এলাকা থেকে ৫০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ২৪ হাজার টাকাসহ আটক করা হয় নান্টুকে। এ ঘটনায় মাদক আইনে পৃথক মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৬ আগষ্ট ২০১৬/হিমেল-১৮