ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের মাদক ব্যবসায়ী ও ৪বছরের সাজাপ্রাপ্ত আসামি ইদ্রিস আলীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে বাদেডিহী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইদ্রিস আলী বাদেডিহী গ্রামের মৃত ফজের আলীর ছেলে।
কালীগঞ্জ থানা ওসি আমিনুল ইসলাম জানান, ইদ্রিস আলী বারবাজার এলাকায় মাদক সম্রাট নামে খ্যাত। তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ফরিদপুর সদর, ভাঙ্গা থানাসহ অন্যান্য জেলাতেও একাধিক মাদক মামলা রয়েছে।
২০১২ সালে ২৬শে জুন ইদ্রিস আলী ফেন্সিডিলসহ ভাঙ্গা থানা পুলিশের হাতে আটক হয়। এ ঘটনায় ওই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়। যার নং- ২৪। তিনি মামলায় আদালত তাকে ৪ বছরের সাজা প্রদান করে। মামলার রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদ পেয়ে ক্যাম্পের এসআই নজরুল ইসলাম তাকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই, ২০১৬/ আফরোজ