নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ হয়েছে। আজ দুপুরে চিলাহাটি বাজারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা আওয়ামী লীগে সভাপতি খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ভোগডাবুড়ি ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক প্রমুখ।
এর আগে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের নেতৃত্বে চিলাহাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী গণমিছিল স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে গণমিছিল রাজনৈতিক দলের কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সুধিজন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/৬ আগষ্ট ২০১৬/হিমেল-২০