কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর কিনারা থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৯ লাখ টাকা বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদের নেতৃত্বে একটি বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের ৫ নং সুইচ গেইট সীমান্তে নাফ নদীর কিনারায় অভিযানে গেলে ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবার প্যাকেটটি উদ্ধার করে ব্যাটলিয়ান সদরে নিয়ে এসে গণনা করে ৩০ হাজার পিস ইয়াবা পায়। উদ্ধারকৃত ইয়াবাসমূহ ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/৬ আগষ্ট ২০১৬/হিমেল-২১