'হটাও জঙ্গি, বাচাও দেশ' এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার খামারবাড়ি নেছারিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন এবং সমাবেশে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
খামার বাড়ি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভপতি কাজী রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, অধ্যক্ষ রেজাউল করিম, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ আগষ্ট ২০১৬/হিমেল-২২