পিরোজপুরে আলোচিত এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে পিরোজপুর জেলা ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এমপি এ কে এম আউয়াল সংবাদ সম্মেলন করার পরিপ্রেক্ষিতে আজ শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংসদ সদস্য আউয়াল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ করে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু অভিযোগ করেন এমপি সাহেব ও তার ছেলে আব্দুর রহমানের ব্যক্তিগত সব লোক জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে জেলা ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের বিপক্ষে কাজ করা জন্য নির্দেশ ছিল এমপি সাহেবের। কিন্তু জেলা ছাত্রলীগ সে-ই নির্দেশ না শুনে দলীয় নেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে কাজ করে। এতে চরমভাবে ক্ষিপ্ত হয় এমপি আউয়াল সাহেব ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতৃবৃন্দ এমপি আউয়ালের ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকায় করা সংবাদ সম্মেলনে করা সব অভিযোগকে মিথ্যা দাবি করে তার দালিলিক প্রমাণ উপস্থাপন করেন।
বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই, ২০১৬/ আফরোজ