চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জে আম চুরির ঘটনা দেখে ফেলায় কিশোর রাসেল উদ্দিন (১৬) কে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
শুক্রবার রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত রাসেলের চাচা মোঃ শরিফুল ইসলাম। মামলার আসামী হালিম পলাতক রয়েছে। শিবগঞ্জ থানার ওসি মোঃ রমজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের বাক্কারের ছেলে হালিম (১৬) তার দলবল নিয়ে গ্রামের পশ্চিমে একটি আম বাগানে চুরি করে আম পাড়াছিল। এসময় বাগান পাহারাদার একই গ্রামের মফিজুল হক মফুর ছেলে রাসেল দেখে ফেলে। এসময় সে চিৎকার করে আম চুরির কথা প্রকাশ করতে চাইলে হালিম রাসেলকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। আজ শনিবার দুপুরে লাশের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/ ০৬ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন