বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর কালিতলা ঘাটে ৫ বন্ধু গোসল করতে নেমে রনি হোসাইন (২০) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। সাব্বির হোসেন(২২) নামের অপর এক ছাত্রকে অসুস্থ্য অবস্থায় স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। বাকি ৩জন নিজেরাই নদী থেকে উঠে এসেছে।
শনিবার বেলা ১টার দিকে এঘটনা ঘটে। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট রনিকে উদ্ধারে চেষ্টা করছেন। রনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার বাসিন্দা ও সাব্বির শহরের সুত্রাপুরের আবু সাঈদের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া সরকারী শাহসুলতান কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ৫ বন্ধু সারিয়াকান্দি কালিতলা ঘাটে যায়। এখানে গোসল করতে নদীতে নামতে চাইলে স্থানীয় লোকজন নিষেধ করে। কিন্ত ওই ছাত্ররা নিষেধ উপেক্ষা করে নদীতে ঝাঁপ দেয়। এ সময় ৩জন নদী থেকে উঠে আসলেও রনি ও সাব্বির স্রোতে ভেসে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতায় সাব্বিরকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করলেও রনিকে উদ্ধার করতে পারেনি। পরে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস রনিকে উদ্ধারের চেষ্টা করছে।
তবে সারিয়াকান্দি থানার ওসি ওয়াহেদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারের জন্য রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি চাওয়া হয়েছে। ডুবুরিরা আসলেই উদ্ধার অভিযান শুরু হবে।
বিডি প্রতিদিন/ ০৬ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন