কুমিল্লার চৌদ্দগ্রামে শ্বশুরবাড়িতে আবদুল কাদের জিলানী (৩০) নামের এক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল হাকিমের পুত্র।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জিলানী ঈশানচন্দ্রনগর গ্রামে শ্বশুড় বাড়িতে থাকতেন। পারিবারিক অশান্তির কারণে প্রায় স্ত্রীর সাথে তার ঝগড়া হতো। শনিবার বিকেলে তার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্ত্রীর দাবি করেন, অভিমান করে জিলানী সবার অগোচরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তিনি চার সন্তানের জনক।
বিডি প্রতিদিন/ ০৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন