এবারের বন্যায় ফরিদপুর জেলার সবচে' বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পদ্মা নদীবেষ্টিত চরভদ্রাসন উপজেলা। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অবকাঠামোর ক্ষতির পরিমাণ ৭ কোটি টাকার উপরে। এছাড়া ফসলের বেশ ক্ষতি হলেও সে ক্ষতির পরিমান এখনো নিরূপণ করা যায়নি। চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ক্ষতির পরিমাণ বেশি চরভদ্রাসন ইউনিয়নের ৯টি এবং গাজীরটেক ইউনিয়নের ১২টি গ্রাম। উপজেলা প্রশাসনের কাছে স্থানীয়দের চেয়ারম্যানরা এ ক্ষতির কথা জানিয়েছেন।
জানা গেছে, পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলের চরহরিরামপুর ইউনিয়নের প্রায় সব গ্রামের কাঁচা-পাকা সড়ক বিধ্বস্ত হয়েছে। ইউনিয়নের ২০ কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া এ ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। চরঝাউকান্দার সব কয়টি গ্রাম বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া ১০ কিলোমিটার কাঁচা রাস্তা, ৪ কিলোমিটার এইচবিকরণ রাস্তা, ১০টি কালভার্ট, ৫টি মসজিদসহ বিভিন্ন স্থাপনার বেশ ক্ষতি হয়েছে। গাজীরটেক ইউনিয়নের ১৫টি গ্রামে বন্যায় তছনছ হয়েছে সবকিছু। ১৫ কিলোমিটার কাঁচা রাস্তা, ৬ কিলোমিটার এইচবিকরণ রাস্তা, ৩টি ব্রিজ, ৬টি কালভার্ট, ১টি বেড়িবাঁধ, ৭টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ আগস্ট, ২০১৬/ আফরোজ