বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঁচাইতারা এলাকায় ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৩৪) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার মাদলা-চাঁচাইতারা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শাজাহানপুর থানার এসআই কালাচাঁদ বলেন, স্কুলে আসার পথে চাঁচাইতারা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক শিক্ষক শহিদুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ট্রাক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন