বুধবার গভীর রাতে লালমনিরহাটের ৫টি থানায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৫২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সোহরাওর্দী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতামুলক কর্মকাণ্ড চালাতে পারে ও যাদের বিরুদ্ধে হরতাল অবরোধের সময় নাশকতামুলক কর্মকাণ্ডের জন্য মামলা রয়েছে তাদেরকেই আটক করা হয়েছে। আটককৃতরা বিএনপি-জামায়াতের কর্মী। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন