পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও একটি অজ্ঞাত পরিচয়ের পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। মিরাবাড়ী সংলগ্ন কুয়াকাটা সৈকতে জোয়ারে পনিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বুধবার বিকেলের দিকে মহিপুর থানা পুলিশ অর্ধগলিত ও বিকৃত লাশটিকে উদ্ধার করেছে মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশের পরনে কোন কাপড় নেই। অর্ধগলিত লাশটি বিকৃত হয়ে গেছে। আনুমানিক ৩৫/৪০ বছরের ওই মানুষটি কোন মাছধরা ট্রলারের জেলে ছিল। আবহাওয়া খারাপ থাকায় ট্রলারডুবির ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে তারা ধারণা করছে পুলিশ।
মহিপুর থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, স্থানীদের সংবাদের ভিক্তিতে অর্ধগলিত ও বিকৃত লাশটি উদ্ধার করা হয়েছে। তবে ওই লাশ মর্গে পাঠাবার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ৬ আগস্ট বিকালে কুয়াকাটা সৈকতের পৃথক দু’টি স্থানে থেকে দু’টি লাশ পুলিশ উদ্ধার করেছে। তাদের বাড়ি ভোলা সদরে। গত ৩ আগস্ট তাদের মাছধরা ট্রলারটি সাগরে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ১০ আগস্ট, ২০১৬/ আফরোজ