শিক্ষার্থীদেরকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালীর হরিনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন করে শিক্ষার্থীদেরকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন।
এরআগে ছাত্রছাত্রীদের জন্যে খেলাধূলা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক। এ উপলক্ষ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন সিদ্দিকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী দাস।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন