টাকা লেনদেন সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামে সিরাজ মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত।
বুধবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক এম আলী আহমেদ। দণ্ডপ্রাপ্ত চার আসামিরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামের মৃত রব মুহুরীর ছেলে রফিক ও সাহিনুর সানু, আলীম উদ্দিনের ছেলে আঃ কাদের মিয়া ও একই উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মৃত ইউসুফ আলী ফরাজীর ছেলে সামছুল হক ফরাজী।
কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্র সূত্রে ও মামলার বিবরণে জানা যায়- ১৯৯৯ সালের ২৩ জুন টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে বাদীর পিতা সিরাজ মিয়াকে গলা কেটে হত্যা করে রায়পুর মাঠে ধান ক্ষেতে লাশ ফেলে রাখে। সংবাদ পেয়ে দাউদকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা গোয়েন্দা শাখার এস.আই মাইন উদ্দিন মামলার তদন্তপূর্বক ১২ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৪ সনের ২০ ডিসেম্বর চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষের ৪৩জন স্বাক্ষীর মধ্যে ৩৫জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ জনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
উল্লেখ্য, রায় ঘোষণার পূর্বেই আসামি মোঃ শহীদ ওরফে পঁচা শহীদ মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. নূরুল ইসলাম। আসামি পক্ষে মামলা পরিচালনা অ্যাডভোকেট আলী আক্কাস।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন