ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকা চাপায় সেলিম হোসেন (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবাব বিকেল ৫টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় এই দুর্ঘটনাটি ঘটে।
সেলিম কালিহাতী উপজেলার টেঙ্গুরিয়ার কল্ল্যানপুর গ্রামের হাজী আবুল হাসেমের ছেলে। সে কালিহাতী লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, বিকেলে সেলিম কলেজ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন