দিনাজপুর সদর উপজেলার শিকদার হাট এলাকায় মনু (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মনু সদর উপজেলার কাশিমপুর গ্রামের মতিউর রহমান মতির ছেলে।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দিনাজপুর-রামসাগর সড়কে এ ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মনুকে হত্যা করা হয়েছে। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। এখন তাদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন