দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী-ভবানীপুর স্টেশনের রসুলপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী স্বমতি রানী (৪০) ও তার মেয়ে ফাল্গুনী রানী (১৭)।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রসুলপুর রেলক্রসিং পার হচ্ছিলেন স্বমতি ও ফাল্গুনী। এসময় ফুলবাড়ী থেকে পার্বতীপুরগামী পণ্যবাহী একটি ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন