দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ একই পরিবারের ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট বাজারের বাবলু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪০), মেয়ে মনিরা খাতুন (১৫) ও ছেলে রনি (১৭)।
বেতদিঘি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান, ৬ আগষ্ট ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট বাজারে পেট্রেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বাবলু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, মেয়ে মনিরা খাতুন ও ছেলে রনি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মনিরা মারা যায়।
এর তিনদিন পর বুধবার সকাল ৭টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়ার ছেলে রনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর ১২ ঘন্টা পর সন্ধ্যা ৭ টার দিকে স্ত্রী সুফিয়া বেগম মারা যান।
উল্লেখ্য, গত ৬ আগষ্ট শনিবার সন্ধা ৭টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে বাবলু এর জ্বালানী তেল বিক্রির দোকানে তার ছেলে রনি বাবু (২৫) পেট্রোল ঢালতে গিয়ে আকস্মিক আগুন ধরে যায়। এসময় ওই আগুন বিদ্যুতের তারের সাথে ছড়িয়ে পড়ে এবং দোকানের পার্শ্বে বাড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়লে তার স্ত্রী, পুত্র ও কন্যা অগ্নিদগ্ধ হয়। এসময় এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সংবাদ পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন