ময়মনসিংহের গফরগাঁওয়ে পাপ্পু (২২) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি উপজেলার বনগ্রাম এলাকার মৃত কাদির মোল্লার ছেলে। গফরগাঁও পৌর শহরের রাঘাইচটি এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে পাপ্পুর লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান জানান, সকালে পাপ্পুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাপ্পুর মরদেহ উদ্ধার করে।
পাপ্পুর মামা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান জানান, পিতা মারা যাওয়ার পর থেকেই পাপ্পু মামার বাড়ি রাঘাইচটি এলাকায় থাকত। নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত খুনের সঙ্গে জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ