কক্সবাজারের টেকনাফে একটি সিএনজি থেকে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের সমপরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. আতাউর রহমান।
তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে টেকনাফ পৌরসভার বাসস্টেশনে একটি যাত্রীবাহী সিএনজিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্টর্গাডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারী পালিয়ে যাওয়ায় এ ঘটনারয় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ইয়াবাগুলো জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৬/মাহবুব