জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে পটুয়াখালীতে পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস।
আজ সকাল ৯টায় শহরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হয়ে জাতীর পিতার প্রতিকৃতিতে ফুল ও পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। পরে একটি শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৬/হিমেল-১৭