নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় একটি ট্রাকের ধাক্কায় অপর এক ট্রাকের হেলপার (৩৫) নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তবে তিনি তার পরিচয় জানাতে পারেননি।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাকলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় ওভারটেকিং করার সময় দুটি ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। এতে পেছনের ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব