খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের দুই গ্রুপ পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা করেছে। আজ সকাল ৮ টায় প্রথম র্যালি বের করে জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, ভারতের শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী যতিন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় এম.পি কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামন, পুলিশ সুপার মোঃ আব্দুল মজিদ, পৌর মেয়র মোঃ রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম।
সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের সমর্থকরা শহরে শোক র্যালি বের করেন। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
অপরদিকে পৃথকভাবে সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি’র সমর্থকরা শহরে র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতে এসে পুষ্পমাল্য অর্পণ করে। এদিকে খাগড়াছড়ির টাউন হলে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর মেয়র মোঃ রফিকুল আলমের উদ্যোগে দুপুরে ঈদগাহ্ মাঠে এক কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৬/হিমেল-২০