যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় কুমিল্লা টাউনহল মাঠ প্রাঙ্গন থেকে একটি শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর পৌর পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। এসময় বিওগলে বেজে উঠে করুণ সুর। র্যালির নেতৃত্বে দেন কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। এসময় কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক ওমর ফারুক, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সমর্থকরা। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, রক্তদান, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৬/হিমেল-২১