ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়–ইবিল এলাকা থেকে ৫ জনকে অজ্ঞান করে ট্রাকভর্তি ১২টি গরু ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ ভোররাতে সড়কের পাশ থেকে অজ্ঞান হওয়া ঐ ৫ ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন-ট্রাক ড্রাইভার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলামপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৫), ট্রাকের হেলপার চুয়াডাঙ্গার তিতুদহ গ্রামের আখ সেন্টার পাড়ার খলিল বিশ্বাসের ছেলে লালন ইসলাম (১৪), গরুর ব্যাপারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্কচন্দ্রপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪৫), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হান্নান (২৮) ও গরুর রাখাল ফজলুর রহমানকে (৪৩)।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে গরুর ব্যাপারীরা ১২টি গরু নিয়ে ট্রাকযোগে কুমিল্লা জেলায় যাচ্ছিল। চড়–ইবিল এলাকায় পৌঁছলে পিকআপে করে ৭/৮ জনের একদল ছিনতাইকারী এসে গরু ভর্তি ট্রাকের চালক, হেলপার, গরুর ব্যাপারী ও রাখালকে লোহার রড দিয়ে বেদম মারপিট করে। এরপর জোর করে চেতনাশক ওষুধ খায়িয়ে হাতপা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে ট্রাকভর্তি গরু নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা অজ্ঞান হওয়া ঐ ৫ ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৬/হিমেল-২২