ঝিনাইদহে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখান থেকে এক শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
এর আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। র্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা প্রশাসক মাহবুব আলম তালুদার, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ ছাড়া দিনভর বিভিন্ন স্থানে কাঙালী ভোজ, মিলাদ মাহফিল ও দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৬/হিমেল-২৩