নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড়ে সেপটিক ট্যাংকে পড়ে সাইমুম (৫) নামে এক কন্যা শিশু নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওই পৌরসভার নাহার মঞ্জিল বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সাইমুম চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডের আবদুল হক জাবেদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু সাইমুমকে নিয়ে তার মা নাহার মঞ্জিলে কাজ করতে আসে। ওই বাসাতে শিশুটির মা কাজ করার কোন এক ফাঁকে শিশুটি বাসার সামনে খেলতে বের হয়। পরে ওই বাসার পাশে সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকায় শিশুটি পড়ে যায়। পরে ওই বাসার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৬/হিমেল-২৪