জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোক র্যালি, আলোচনা সভা, চিত্রকর্ম প্রদর্শনী, দোয়া-মোনাজাত এবং দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সোমাবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আবদুল লতিফ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি প্রশাসন ভবন সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় র্যালিতে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, প্রফেসর ড. সেলিম তোহা, প্রফেসর ড. রাশিদ আসকারি, প্রফেসর ড. কামাল উদ্দিন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রক্টর ড. মাহবুবর রহমান, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান মিজু, যুগ্ম সম্পাদক জামিলুর রেজা সেলিম, আতাউর রহমান, মো. রেদোয়ানসহ বঙ্গবন্ধু পরিষদের দুই অংশের শিক্ষক-কর্মকর্তা, ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মী এবং বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে টিএসসিসিতে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এদিকে, বিশ্ববিধ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের দুই অংশ এবং ছাত্রলীগের দুই গ্রুপ পৃথক পৃথক ভাবে শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধু পরিষদের এক অংশের আহ্বায়ক প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ক্লাবে ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করেন করেন। বঙ্গবন্ধু পরিষদের আরেক অংশের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহামনের সভাপতিত্বে অনুষদ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বেলা ১টার দিকে উভয় অংশ দুস্থদের মাঝে বিরতণ করেন।
বিডি-প্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৬/ আফরোজ