টেকনাফে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, পৌর মেয়র হাজী মোঃ ইসলামসহ সর্বস্তরের জনতা।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফ পৌরসভার প্রধান প্রধান সড়কে এক শোকর্যালি প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ১১ টার দিকে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে টেকনাফের হাজার হাজার নেতাকর্মী ও ছাত্রছাত্রী এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৬/হিমেল-২৫