জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করতে গিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ আওয়ামী লীগে দ্বন্দ্বের অবসান হয়েছে। দ্বিধা বিভক্ত আওয়ামী লীগের নেতারা আজ পাশাপাশি বসে এক মঞ্চে সভা করেছেন। এতে মোরেলগঞ্জ আওয়ামী লীগে চলতে থাকা টানা ৭ বছরের গ্রুপিংয়ের অবসান হয়েছে।
গ্রুপিংয়ের কারণে পূর্বে এই দু’টি গ্রুপ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। কখনো ভয়াবহ দন্দ্ব বা সংঘাতেও জড়িয়েছে তারা। এর ফলে এমপি গ্রুপ ও মেয়র গ্রুপের শতাধিক নেতাকর্মী বিভিন্ন সময় মামলার আসামি হয়েছেন। অনেকের নেতৃত্বে ভাটা পড়েছে। অনেকের নেতৃত্বে পড়েছে কালো দাগ। এসব দ্বন্দ্বের অবসান হয়েছে আজ।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ শোক র্যালি, আলোচনা সভা, গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। বেলা ১১টায় কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মিজানুর রহমান জনি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আলী আকবর, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার, চেয়ারম্যান মাহমুদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সঞ্জীব কুমার রায়, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বাদশা, জালাল উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৬/হিমেল-২৬