শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোক র্যালি বের করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন। পরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বিশেষ মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসক অফিস চত্বরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি ও বেসকারিভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ