নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, পুলিশ সুপার নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতল আলম মনি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান ছানা, জিএস মিজানুর রহমান, রেজাউল করিম রেজনু প্রমুখ।
এছাড়া শোক দিবস উপলক্ষ্যে শহরে দুই শতাধিক পয়েন্টে দোয়া ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ